খুবিতে ২৫ তম, জাবিতে ১৩৭ তম স্থান অধিকার করে এলাকার সুনাম অর্জন করেছে সাতক্ষীরা জেলার, কালীগঞ্জ থানার, তারালী ইউনিয়নের গ্রাম ডাক্তার নির্মল সরকারের পুত্র প্রণয় সরকার। ২০২১ সালে তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয় প্রণয় সরকার । পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে বিজ্ঞান বিভাগে আবারো উত্তীর্ণ হয় প্রণয় সরকার। প্রণয়েেয পিতা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান নির্মল সরকার পেশায় গ্রাম ডাক্তার হলেও একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি। সব সময় তিনি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিনিয়ত স্কুলে এসে খোঁজখবর নিতেন। সকালে এসে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে যেতেন আবার ছুটির পর যথারীতি ছেলেকে স্কুল থেকে নিয়ে যেতেন। উদ্দেশ্য ছিল একটাই ছেলে হবে দেশের একজন সুসন্তান। পিতার ইচ্ছাকে পরিপূর্ণতা দানের জন্য চেষ্টা করেছে সব সময় প্রণয় সরকার। মেডিকেলের চান্স না পেলেও ৩০ হাজার শিক্ষার্থী পিছনে ফেলে অর্জন করেছে ২৫তম স্থান। সাক্ষাতে কথা বলার সময় প্রণয় বলেন, মেডিকেলে ভর্তি না হতে পারলেও আমি দেশে জন্য কাজ করতে চাই। তাই ফার্মাসিস্ট হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে চাই। প্রণয়ের শৈশব বিজড়িত স্কুল তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর বলেন প্রণয় শৈশব থেকে অত্যন্ত মেধাবী এবং বিনয়ী। প্রণয়ের এই ফলাফলে খুশি তার শিক্ষকমন্ডলী সহ এলাকাবাসী।