পলাশবাড়ী পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে গোয়ালপাড়া ব্রিজ পর্যন্ত ৩৫৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ সহায়তা প্রকল্পের আওতায় ৭৮ লাখ ২৮ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে পলাশবাড়ী পৌরসভা। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর ইঞ্জিনিয়ারিং-এর স্বত্বাধিকারী মো. শরিফুল ইসলাম জানান, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যেই প্রকল্পটি শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মুর্তজা এলাহী, পৌর নির্বাহী কর্মকর্তা মুনসুর আলম, ঠিকাদার মো. শরিফুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।