জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ দেশসেরা পিটিআই সুপারিন্টেনডেন্ট মনোনীত হয়েছেন চট্টগ্রাম, পটিয়া ও কক্সবাজার পিটিআই’র সাবেক সুপারিন্টেনডেন্ট ও টাঙ্গাইল পিটিআই’র বর্তমান সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। গত বুূধবার (৭মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো.শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায় আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে। মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিন্টেনডেন্ট পদে যোগদান করেন। এরপর সরকারি আদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী( নেপ ) এ বিশেষজ্ঞ পদে পদায়িত হয়ে ১ বছর বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০০৮ সালে বদলিজনিত কারনে তিনি কক্সবাজার পিটিআইতে সুপারিন্টেনডেন্ট পদে যোগদান করেন এবং সেখানে প্রায় ৪ বছর সুনামের সাথে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব সনাম দক্ষতার সাথে পালন করেন। সেখান থেকে ২০১২ সালে তিনি চট্টগ্রাম পিটিআইতে যোগদান করে এবং সেখানে কর্মরত অবস্থায় ২০১৩ সালে তিনি কর্মজীবনের স্বীকৃতিস্বরুপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিন্টেনডেন্ট মনোনীত হন। তিনি ২০১৭ সালে মালয়েশিয়াতে এডুকেশন ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে দক্ষতার সম্পন্ন করেন। এ সময় একই সাথে জনস্বার্থে চট্টগ্রাম পিটিআই এর পাশাপাশি খাগড়াছড়ি পিটিআই এর অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে পটিয়া পিটিআইতে যোগদান করেন। পটিয়া পিটিআইতে কর্মরত অবস্থায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৮ সালে বাংলাদেশ,সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বন্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর আবার পটিয়া পিটিআইতে যোগদান করে জনস্বার্থে বদলিজনিত কারনে গাজীপুরের জয়দেবপুর পিটিআইতে যোগদান করেন। বর্তমানে তিনি টাঙ্গাইল পিটিআইতে সুপারিন্টেনডেন্ট পদে কর্মরত আছেন। উল্লেখ্য যে,মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।