পিরোজপুর জেলা পুলিশের তৎপরতায় তথ্যপ্রযুক্তির নির্ভর অভিযানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন ও ০২টি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮মে) সকাল ১০টায় পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এ নির্দেশনায় এবং জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে এসব মোবাইল ফোন ও হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জেলা পুলিশের আইসিটি টিমের সদস্যরা জেলার বিভিন্ন থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুলো পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল গুলো উদ্ধার করা হয়। উত্তরকৃত মোবাইল ফোন গুলোর মধ্যে রয়েছে ভিভো,রেডমি,সামস্যাং রিয়েলমি, অপো সহ বিভিন্ন নামি দামি ব্রান্ডের মোবাইল ফোন। জিডির সূত্র ধরে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোনের মধ্যে সদর থানায় ০৬টি,ইন্দুরকানী(জিয়ানগর)থানায় ০২টি,মঠবাড়িয়া থানায় ০৪টি,নাজিরপুর থানায় ১০টি ও কাউখালী থানায় ০৩টি রয়েছে। ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশ সুপার সহ উদ্ধার কাজে জড়িত বিভিন্ন ইউনিটের সকল পুলিশ সদস্য, সাংবাদিক ও মিডিয়া সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, উদ্ধার অভিযান সহ জনগণের যেকোনো সেবামূলক কার্যক্রমে আমরা সদা তৎপর। আমরা সর্বদা জনগণের পাশে আছি এবং আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।