1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি ১৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কলমবিরতি সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক মওদুদের এলাকায় বিএনপির সাংগঠনিক দেখভালোর দায়িত্বে জেলা বিএনপি ফরিদপুরে আম পাড়ার সময় গাছের ডাল ভেঙে গ্রীল মিস্ত্রির মৃত্যু টঙ্গীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা বামনায় ইয়াবাসহ আটক -২ ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাত আহত রাবি শিক্ষার্থী; ছাত্রদল-শিবিরের নিন্দা ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ৭ জন

কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন: মানসম্মত শিক্ষা ও বৈষম্যমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি” – এই দীপ্ত স্লোগানকে ধারণ করে খুলনার কয়রায় উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। শনিবার (১০ মে) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের  সভাপতিত্বে এবং শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের  সঞ্চালনায় এই আলোচনা সভাটি এক জ্ঞানগর্ভ মিলনমেলায় পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার মানসম্মত প্রাথমিক শিক্ষার অপরিহার্যতার উপর আলোকপাত করেন। তিনি বলেন, “একটি বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে সেই ভিত্তি সুদৃঢ় করতে। ইউআরসি জিএম লোকমান হোসেন বলেন, “শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাই পারে একটি আলোকিত জাতি উপহার দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ ও মোঃ রিয়াছাদ আলী। তাঁরা শিক্ষার গুরুত্ব এবং সমাজের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ম্মৃরিনময় কুমার মন্ডল বিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার এবং সহকারি শিক্ষক এস এম সিরাজুল ইসলাম ও লিপিকা মন্ডল মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ী শিক্ষার্থীদের আনন্দ আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কয়রায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com