আজ ২৯ ই জানুয়ারি, রোজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্ভোধন হয়েছে।
উদ্ভোধন কর্মসূচির শুরুতে লাল ফিতা কেটে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উউদ্ভোধন করেন জনাব নীলুফা সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ, সেই সাথে আরো উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল কাদের,চেয়্যারম্যান উপজেলা পরিষদ,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ, জনাব মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, নাচোল,জনাব জান্নাতুন নাইম মুন্নি, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,নাচোল, জনাব তারেকুর রহমান সরকার,অফিসার্স ইনচার্জ, নাচোল থানা,পৌর মেয়র জনাব আব্দুর রশিদ খান ঝালু,জনাব দুলালউদ্দিন খাঁন, (ভারপ্রাপ্ত) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ। পরবর্তীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর স্টল পরীদর্শন করেন অতিথিবৃন্দ। পরিদর্শন শেষে শুভ উদ্ভোদন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনাব নীলুফা সরকার উপজেলা নির্বাহী অফিসার, নাচোল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো আব্দুল কাদের চেয়ারম্যান উপজেলা পরিষদ নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত আলোচনায় দৈনন্দিন জীবনে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,” আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় বিজ্ঞানের অনুসন্ধান সম্ভব।
যেমন: আমরা ভাত খায়,ভাত রান্না করার সময় বুদ বুদ ওঠে কেন, চাল কিভাবে ভাতে রূপান্তরিত হয় এরকম বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা সম্ভব’। সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত কর্মসূচি সফল হোক এ কথ ব্যক্ত করে সভাপতি আলোচনা শেষ করেন।