নরসিংদী জেলার বিভিন্ন ইট ভাটায় অবাধে চলছে শিশু শ্রম ও পরিবেশ দূষণ মানা হচ্ছে না কোন নিয়ম কানুন। বাংলাদেশ শিশু শ্রম আইনে নিষিদ্ধ, ছোট্ট ছেলে ও মেয়েদের দিয়ে প্রতি নিয়ত ইট ভাটায় কাজ করানো হচ্ছে ,ইট তৈয়ারী,কয়লা বহন করা,মাটি বহন করা , কাঁচা ইট ভাটায় প্রবেশ ও বাহির করা , সরজমিনে গিয়ে দেখা যায় এই সব চিত্র । আইন প্রশাসনের নজরে আনার জন্য, সাধারণ জনগণের দাবি , যেখানে বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয় বই,খাতা,কলম সহ বিনামূল্যে দেয় , অন্যান্য খরছ বাবত ভাতা প্রদান করেন, সেখানে শিশু শ্রম ও এই ধরনের অপরাধের জন্য দায়ী ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অতি জরুরী মনে করেন সচেতন নাগরিক গণ । যে ভাবে ইট পুরানো প্রতি যোগিতা চলছে ইট ভাটা গুলিতে,কয়লা, কাঠের লাকরী ও গাড়ির টায়ার জ্বালিয়ে দোওয়া, দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, অন্ধকার হয়ে যায় , পথচারীদের ও আশে পাশের গ্ৰামের মানুষেরা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন , মাধবদীতে আবদুল্লাহ বাজার ,বাইন্নাদী,চৌদ্দপাইকা, খিলগাঁও,বালাপুর,পাইকারচর,ও জেলার বিভিন্ন থানা এলাকায় যেমন ঘোড়াশাল,পলাশ,চরশিন্দুর, শিবপুর,হাতিরদিয়া, মনোহরদী,বেলাব, রায়পুরায় । অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্থানীয় এলাকাবাসীর দাবি।