ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নাটোর জেলা সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ফেরদৌস হোসেন।
বৃহস্পতিবার, ০২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (১৬ মে ২০২৫) তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সাংগঠনিক সম্পাদক: মেহনাজ আফরিন মেঘ বিভাগ: বাংলা শিক্ষাবর্ষ: ২০২১-২২ উপজেলা: গুরুদাসপুর
নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, “এই দায়িত্ব আমার জন্য একদিকে যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। আমরা জেলার সকল শিক্ষার্থীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন বলেন, “এই কমিটি হবে কার্যকর ও সবার জন্য গ্রহণযোগ্য। আমরা সকল সদস্যকে নিয়ে জেলাভিত্তিক বন্ধন আরও সুদৃঢ় করব।”
উল্লেখ্য, ইবি নাটোর জেলা সমিতি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় আঞ্চলিক সংগঠন, যা জেলার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।