আগামীকাল ২০ মে সকাল এগারটায় চেরাগী পাহাড় মোড়ে প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উপলক্ষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ফ্যাসিস্ট হাসিনা ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিহত শহীদ পরিবারবর্গের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন এবং সম্মিলিতভাবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ। তিন পার্বত্য জেলা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহণ করবেন।
ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচীর প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়ের লড়াকু সংগঠন পিসিপি’র ছাত্র সমাবেশ বেশ গুরুত্বের দাবি রাখে। পাহাড়ে অব্যাহত দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে সমাবেশ থেকে পিসিপি’র ছাত্রসমাজের প্রতি আন্দোলনের আহ্বান জানাবে।
উল্লেখ্য, ফৌজি শাসক এরশাদের শাসনামলের সালে সংঘটিত লংগুদু গণহত্যা (৪ মে ১৯৮৯)’র প্রতিবাদ জানাতে ২০ মে ১৯৮৯ সালে গঠিত হয়েছিল বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আগামী কাল (মঙ্গলবার ২০ মে ২০২৫) তিন যুগ পূর্ণ করতে যাচ্ছে।
ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটও পরিবর্তিত হয়েছে। পিসিপি’র একটি অংশ ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবাহীতে পরিণত হয়ে বিতর্কিত ‘পার্বত্য চুক্তি’র পক্ষাবলম্বন করে, তারা “সরকারপন্থী” নামে পরিচিতি পায়। পিসিপি’র প্রধান ধারাটি সংগঠনের মূল আদর্শ উর্ধ্বে তুলে ধরে শত প্রতিকূলতার মধ্যেও লড়াই সংগ্রাম চালিয়ে অবিচল রয়েছে। জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানেও অংশ নিয়ে পিসিপি’র এ ধারাটি সংগ্রামের গৌরবোজ্জ্বল পতাকা সমুন্নত রেখেছে।