বগুড়ার শিবগঞ্জে মোকামতলায় গতকাল সোমবার ১৯/০৫/২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ডায়াগনস্টিক সেন্টারের মোট ১লক্ষ১৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, মোকামতলা বাজারে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১,০০০০০/-
মোট ১,০৫০০০/- জরিমানা আদায় করা হয়।
এবং হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন ডাঃ মোঃ রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া।