পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার কালাই পৌরসভা এলাকায় ৫টি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কনক্রিট) রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব শামিমা আক্তার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, “সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হয়েছে। আমরা চাই, কালাই পৌরসভা একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরিত হোক।”
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর এলাকার যাতায়াত ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর হবে।