সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবজ এই স্লোগানকে ধারণ করে নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি (ডিগ্রী) কলেজ এ গণতন্ত্র অলিম্পিয়ার্ড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের অংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সুজন. সুশাসনের জন্য নাগরিক এর সহযোগীতায় রোববার ২৮ জানুয়ারি সকাল ১০ টায় নজিপুর সরকারি কলেজ এর দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়ার্ড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে নজিপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন, নজিপুর সরকারি কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।