সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। নিহত গরু দুটি স্থানীয় কৃষক আব্দুল হান্নানের।
মঙ্গলবার (২০ মে) দুপুরে আড়ংগাইল গ্রামের পশ্চিম পাশের মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতের ঘটনায় গরু দুটি মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান জানান, “সকালে গ্রামের পশ্চিম পাশের মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে রেখে বাড়ি ফিরি। কিছুক্ষণ পরেই হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করলেও বজ্রপাতের তীব্রতায় তা সম্ভব হয়নি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে জানায়, গরু দুটো বজ্রপাতে মারা গেছে—এই খবর শুনে মনে হলো মাথার ওপর আকাশ ভেঙে পড়ল।”
ঘটনাটিতে আব্দুল হান্নানের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, “বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গবাদি পশুকে খোলা মাঠে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।”