এমন তো অবস্থা দেখি নাই তো কোথাও আর শরীয়তপুর জেলা ভেদেরগঞ্জ উপজেলা সখিপুর থানা দক্ষিণ তার্বনি ইউনিয়ন আসাদুল্লাহর বাজারে বৃষ্টির যাওয়ার পরে বাজারের এমন তো অবস্থা বাজারের রোড দিয়ে মানুষ হাঁটা তো দূরের কথা কিছু চলতেও পারে না গাড়িও চলতে পারেনা হাঁটু পরিমাণ পানি হয়ে যায় নেই কোন ডেনিস ব্যবস্থা নেই কোন নালার ব্যবস্থা এ বাজারের জন্য অনেক টেন্ডার করা হয়েছে কিন্তু এগুলো দুর্নীতি করে আত্মসাৎ করা হয়েছে এই দুর্নীতিবাদের কি কোনদিন আইনের আওতায় আনা হবে না এই দুর্নীতিবাজদের জন্য দেশের উন্নয়ন রুট রাস্তা বাজার গাট এগুলা উন্নয়ন করা অসম্ভব হয়ে গেছে আমরা দেশ বলে টিনের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন দর্জির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি আমাদের দেখে লুকায়িত হন ফোনের মাধ্যমে ট্রাই করেছি ফোন সুইচড অফ বলছে উনার থাকা অবস্থায় এসব দুর্নীতি চলছে