কলাপাড়া থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে তিনজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ৩নং লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর তরিকুল জামান (তারা), সাধারণ সম্পাদক খাইরুল আমিন তালুকদার এবং ধানখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা। কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতারকৃত আসামিরা কলাপাড়া থানা হাজতে আটক রয়েছেন। এ প্রসঙ্গে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযান চলমান থাকবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে চলমান এই কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ আরও তৎপর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।