বৃক্ষ রোপণ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ একাডেমীর মোড়ে এতিমখানায় এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুরুতেই গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান এতিমখানায় নিজস্ব জমিতে বৃক্ষরোপন করেন। অত:পর এতিম খানা চত্বরে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা আলমগীর জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাহফুজ রায়হান বলেন আমাদের প্রত্যেকের উচিত নিজস্ব গন্ডি থেকে এতিমদেরকে সাহায্য করার মাধ্যমে তাদেরকে মানুষ হওয়ার সুযোগ প্রদান করা। যা আলমগীর জয় পালন করে সমাজে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।তিনি আরো বলেন আলমগীর জয়ের এ ধরনের কাজে তার পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম.শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, শিবগঞ্জ এতিম খানার সুপার হাবিবুর রহমান, রানা ওষুধ ঘরের পরিচালক সাইফুল ইসলাম রানা সহ বিভিন্ন মিডিয়া কর্মী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া গ্রুপের এডমিন মোস্তফা আলী, এহতেশাম শুভ, সাকিম খাঁন, আবদুল্লাহ আল আরিফ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমানের দোয়া পরিচালনা ও আলোচনা শেষে ৩৫জন এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।