নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে পালিত হচ্ছে ভূমি মেলা
২০২৫।
আজ ২৫ মে রোববার কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী শুরু হয়েছে ভূমি মেলা। উক্ত মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুশরাত সুলতানা ও পুলিশ সুপার মহোদয়।
এসময় তারা ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান বিতরণ সেবাপ্রদান বিষয়ক সেমিনার ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উপজেলার সকল ভূমি অফিসে সমন্বিত ভূমি সেবা কার্যক্রম চালু করার কথা বলেন এবং সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।