রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সেনাবাহিনীর একটি দল গিয়ে ড্রোন উড়ানোর ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আজ রবিবার ২৫ মে ২০২৫ সকাল ১১টা সময় বাঘাইহাট জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য উজোবাজারে এসে পাহাড়িদের গ্রাম লক্ষ্য করে ড্রোন উড়ায়। এতে এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয়।
কী কারণে সেনারা সেখানে ড্রোন উড়িয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক মাচলং ও উজোবাজারের ব্যবসায়ীদের মাল বহনকারী গাড়িসহ যাত্রীবাহী গাড়ী বাঘাইহাট বাজারে আটকে রাখা হয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বাঘাইহাট সেনা জোন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েও পাননি। উল্টো জোন কর্তৃপক্ষ জীপ সমিতির পক্ষাবলম্বন করার অভিযোগ উঠেছে। ফলে পাহাড়িরা বর্তমানে নানা আশঙ্কার মধ্যে রয়েছেন।
এদিকে, বাঘাইহাট জীপ সমিতির নানা হয়রানিমূলক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির কারণে আজ রবিবার বাঘাইহাট বাজারে সাপ্তাহিক হাটবার হলেও ব্যবসায়ীরা বাজারে আসেনি এবং অন্যান্য এলাকার লোকজনও বাজারে যায়নি। ফলে বাজারে লোক সমাগম হয়নি।
এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন, বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক বার বার নানা হয়রানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এতে এলাকার জনগণ নানা আশঙ্কার মধ্যে রয়েছেন। এমতাবস্থায় উজোবাজারে এসে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ি অধ্যুষিত এলাকা লক্ষ্য করে ড্রোন উড়ানোর ফলে জনমনে আরো বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তিনি বাঘাইহাট জীপ সমিতি কর্তৃক সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনে স্থানীয় প্রশাসন, জোন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।