চট্টগ্রামের মীরসরাই এলাকায় র্যাব-৭-এর একটি বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ তারিখে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বহন করে মীরসরাই থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে মীরসরাই থানাধীন সরকার টোলা এলাকায় মাহি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
র্যাবের চেকপোস্টে সন্দেহজনক একটি পিকআপ থামানোর সংকেত দেওয়া হলে, গাড়ি থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে নীল ত্রিপল মোড়ানো দুটি বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং তিনটি নীল ও ১২টি কালো পলিথিনের মধ্যে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সুকৌশলে মাদক সংগ্রহ করে চট্টগ্রামে এনে উচ্চ মূল্যে বিক্রি করত। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।