1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় চেকপোস্টে না থেমে পালানোর যুবকের ব্যাগে মিলল এক লাখ ইয়াবা পবিপ্রবিতে নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো তরুণ শ্রমিককের প্রাণ গাবতলী মহিলা কলেজ কে বিশ্ববিদ্যালয় করা হবে -সাবেক এমপি লালু তাণ্ডব: আসন্ন ঈদে বাংলাদেশি অ্যাকশন সিনেমার নতুন মাইলফলক তজুমদ্দিনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে আওয়ামীলীগ নেতা সুমন খানের বাড়িতে ৬ জনকে পুড়িয়ে হত্যা, মামলায় ৬ জন গ্রেফতার কর্ণফুলীতে চোরাই তেলের ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৪ সংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উদ্ভাসিত নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক নিটারে ‘Generator Service Training’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় গণপিটুনি ও গুলিবিদ্ধে ডাকাত নিহত

মোঃ শাহজালাল, বরগুনাঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক এক ডাকাত গুলি ও গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি নামক এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এসময় কেউ একজন তাকে গুলিও করেন। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১২টার দিকে মারা যান। ডাকাতের নাম আনোয়ার হোসেন রিপন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষনা গ্রামের মতি সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন রিপনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বামনা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম বলেন, ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারকে দেখে ফেলেন নৈশ্য  প্রহরী। নৈশ্য প্রহরী স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা জড়ো হন। এসময় ডাকাত আনোয়ার নিজেকে বাঁচাতে তার পাইপগান থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে স্থানীয় সুমন জমাদ্দার তার বৈধ অস্ত্র দিয়ে আনোয়ারের পায়ে গুলি করেন। পরে স্থানীয় উত্তেজিত জনতা আনোয়ারকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত আনোয়ার মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com