1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় চেকপোস্টে না থেমে পালানোর যুবকের ব্যাগে মিলল এক লাখ ইয়াবা পবিপ্রবিতে নিরাপত্তাহীনতার কারণেই হারাতে হলো তরুণ শ্রমিককের প্রাণ গাবতলী মহিলা কলেজ কে বিশ্ববিদ্যালয় করা হবে -সাবেক এমপি লালু তাণ্ডব: আসন্ন ঈদে বাংলাদেশি অ্যাকশন সিনেমার নতুন মাইলফলক তজুমদ্দিনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে আওয়ামীলীগ নেতা সুমন খানের বাড়িতে ৬ জনকে পুড়িয়ে হত্যা, মামলায় ৬ জন গ্রেফতার কর্ণফুলীতে চোরাই তেলের ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৪ সংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উদ্ভাসিত নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক নিটারে ‘Generator Service Training’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

কমলনগরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৯

সোহেল হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলায়  কমলনগর উপজেলায় পুলিশি কাজে বাধা ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২৫মে) সকালে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র শীল বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

এর আগে, গভীর রাতে ও ভোরে অভিযান চালিয়ে চরকাদিরা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মিলন (৪৮), শেম্ভু চন্দ্র দাস (৬৬) ও তার স্ত্রী ইরা দাস (৫০), শ্রী ত্রীকুট চন্দ্র দাস (৫২), আবদুর রহিম (২৭), সঞ্জীত চন্দ্র দাস (৪২), নুর আলম (৫৫) হেলাল উদ্দিন (৩২) ও মো. আব্বাছ উদ্দিন (৪০)। তারা সবাই উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা রাজুর অনুসারী বলে জানায় পুলিশ।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতরা সরাসরি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এরা সাধারণ মানুষকে ভূল বুঝিয়ে জড়ো করে আসামিকে গ্রেফতারে বাধা সৃষ্টি করেছেন।

উল্লেখ্য, শনিবার (২৪মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কয়েক শতাধিক অনুসারী নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। পরে রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।আশরাফ উদ্দিন রাজন রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com