নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাশ ফিতা কেটে ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এ মেলা উদ্ধোধনের পূর্বে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসে এসে শেষ হয়।
ভূমি উন্নয়ন মেলা উদ্ধোধন শেষে উপজেলা কনফারেন্স রুমে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতের আমীর নুরুল আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সৈকত জামিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী সহ আরো অনেকেই।
ভূমি উন্নয়ন মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত, তবে মেলা চলাকালীন সময়ে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে।