“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এমন স্লোগানকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রধান অতিথি জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ভূমি মেলার উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি রাজিব কুমার সরকার বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করার আহ্বান জানান ডিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, হাসান মুহাম্মদ নাহিদ, শেখ সুমন ও সোহানা খন্দকার।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১টি স্টল রয়েছে। যেখানে মৌজার নকশা, খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন সেবা গ্রহীতারা।