হোগলপাতি এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত রিপন অবশেষে ধরা পড়েছে। গত পরশুদিন গভীর রাতে, আনুমানিক ১টা ৩০ মিনিটে, রিপন তার দলবল নিয়ে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে স্থানীয়রা তা বুঝতে পেরে তৎক্ষণাৎ প্রতিরোধ গড়ে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা এলাকায় প্রবেশ করেই ঘরবাড়ি ঘেরাও করে লুটপাটের চেষ্টা চালায়। তবে এলাকাবাসীর সজাগ দৃষ্টি ও সাহসিকতায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। স্থানীয়দের দৃঢ় প্রতিরোধে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ডাকাতকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। পরে জানা যায়, সে-ই কুখ্যাত ডাকাত রিপন, যার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। পলাতক ডাকাত সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাদের সাহসিকতার জন্য প্রশংসিত হলেও, সবাই প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।