ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ৫হাজার ৬শত পিস ই-য়াবা ও নগদ টাকাসহ পিস্তল মনিরকে (৩৪) গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
ঘটনাসূত্রে জানা যায় গত শুক্রবার রাতে গফরগাঁও উপজেলার উথুরী ইউনিয়নের শেষ মোড় এলাকার এশিয়ান হাইওয়ে রোড থেকে তাকে গ্রে-ফতার করা হয়। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী পি-স্তল মনিরের কাছ থেকে নগদ ১লাখ ৮৫হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল মাদক সেবন আসবাবপত্র ও দেশী অস্ত্র উদ্ধার করে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পিস্তল মনিরের নামে বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলা রয়েছে, এবং তাকে গ্রেফতারের পর গফরগাঁও থানায়ও মাদক বহন ও প্রাচারের মামলা হয়েছে। গ্রেফতারকৃত পি-স্তল মনির শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।