বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরন গুলি করে আহত ও হামলার মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লু’র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা থেকে গ্রেফতার ডাবলুকে গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান রিমান্ড আবেদন শুনানী অন্তে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম ডাব্লু বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই নজরুল ইসলাম গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম ডাবলুকে গতকাল রোববার বেলা ১১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে সোপার্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ২৩ মে শুক্রবার ঢাকার গুলিস্তান এলাকা থেকে পুলিশ ওই আসামিকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট দুপুর ১২ টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরন, মারপিট গুলি ছুড়ে গাবতলীর দোয়ার পাড়ার ইউনুসের ছেলে জাকিরুলকে আহত করে। গুলিবিদ্ধ জাকিরুলকে আন্দেলনরত জনতা তাকে উদ্ধর করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার করে সুস্থ হয়ে আসার পর জাকিরুল বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ অঙ্গ সংগঠনের ১৮১ নেতা কর্মীসহ অজ্ঞাত নামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। আসামি আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে হত্যাসহ ১৯ টি মামলা রয়েছে মর্মে আসামির চালান পত্র ও রিমান্ডের আবেদনে উল্লেখ করা হয়েছে।