নীলফামারী জেলার, ডোমার উপজেলার, চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নে এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম প্রীতি বেগম(২৫) তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। এ ঘটনায় স্বামী ফারুক হোসনকে আটক করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ফারুকের বাবার নাম খয়রুল ইসলাম।ফারুকের বাড়ী ভোগডাবুরী ইউনিয়নের শাহর মোড় (ডাঙ্গাপাড়া) গ্রামে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রীতি বেগম ফারুকের ২য় স্ত্রী। প্রায় ০২ বছর পূর্বে ফারুকের সাথে প্রীতির প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় অতঃপর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার বয়স ১ বছর। বিয়ের পর থেকেই নানান বিষয়ে প্রীতি বেগম ও তার শ্বাশুরী ও স্বামীল মধ্যে পারিবারিক কলহের জের চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২২ মে (বৃহস্পতিবার) গভীর রাতে স্বামী-স্ত্রী ও শ্বাশুরীর মধ্যে তীর্ব বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হলে প্রীতি আক্তার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়। তার স্বামী তাৎক্ষনিকভাবে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতকালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে প্রীতি বেগম ০২ দিন চিকিৎসারত থেকে গতকাল ২৫ মে (রবিবার) মৃত্যুবরণ করেন।অতঃপর বিকেলের দিকে লাশ ফারুক হোসেন চুপ করে এনে দাফন করার চেষ্টা করলে ঘটনা জানাজানি হয় এবং তাৎক্ষণাত চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ফারুকের বাড়ি থেকে তাকে আটক করে।এলাকাবাসীর সূত্রে জানা গেছে ফারুক তার স্ত্রী নিজেই হত্যার উদ্দেশ্যে ছুড়িকাঘাত করেছে কিন্তু ফারুককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি অস্বীকার করে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান-লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বোন বাদী হয়ে ২৬/০৫/২৫ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে আছে।