নীলফামারীর চিলাহাটি ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাহার মোড় নামক স্থানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে গত ২৩ মে দুপুরে প্রীতি আক্তার (৩০) ও তার স্বামী ফারুক (৩৫) এরমধ্যে তরকারিতে লবণ বেশি হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাক বিতম্ব হয় এরই এক পর্যায়ে ফারুক হাতের কাছে থাকা ধারালো ছুরি খানা স্ত্রী প্রীতির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এতে প্রীতির ভূরি কেটে যায় পরবর্তীতে গ্রাম্য ডাক্তারকে নিয়ে এসে চিকিৎসা করতে চাইলে তিনি অসুস্থ প্রীতিকে মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয় পরে প্রীতিকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা করান সেখানে চিকিৎসারত অবস্থায় গত ২৫ মে মারা যায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় জানাজানি হলে চিলাহাটি তদন্ত কেন্দ্রের এসআই একরামুল হক সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি ফারুককে গ্রেফতার করে ডোমার থানা প্রেরণ করেন পরবর্তীতে ডোমার থানা থেকে ফারুকের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেন।