গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চোরচক্রের সাথে আঁতাত করে মোটরসাইকেল চুরির ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলা রেজিস্ট্রার অফিসের সামনে মোটরসাইকেল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হলে সাধারণ মানুষ বিষয়টি টের পায়। তখন উপস্থিত লোকজন চোর ধরে ফেলে এবং “চোর ধরো” বলে চিৎকার শুরু করে। পরে চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সুন্দরগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদ এবং তারাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া এই চক্রের সাথে জড়িত। তাদের কাজ ছিল চুরি করা মোটরসাইকেল বিক্রিতে সহায়তা করা। আটক চোরকে পুলিশ হেফাজতে নিয়ে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকীম আজাদ বলেন, “আটক চোরের স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত চলছে। সব প্রক্রিয়া শেষে মামলা রেকর্ড করে তাকে গাইবান্ধা হাজতে পাঠানো হবে।” ঘটনার পর দলীয় ভাবমূর্তি রক্ষার্থে বিএনপির গাইবান্ধা জেলার দুই অঙ্গ সংগঠন তাৎক্ষণিকভাবে শহিদুল ইসলাম শহিদ ও রিপন মিয়াকে বহিষ্কার করেছে।