লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুটি ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র বদলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার আ.স.ম আবদুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
জানা যায়, নিয়মানুযায়ী উপজেলার আলেকজান্ডার আ.স.ম আবদুর রব সরকারি কলেজ এবং রামগতি আহমদীয়া ডিগ্রি কলেজের স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীরা রামগতি পৌর শহরে অবস্থিত আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডিগ্রি তিনটি বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অনুষ্ঠিত হতো।
গত মঙ্গলবার এ কেন্দ্রটি স্থানান্তর করে লক্ষ্মীপুর সরকারী কলেজ কেন্দ্রে নেওয়ার চিঠি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চিঠি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী এবং সচেতন মহল ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।