লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার চর বাদাম ইউনিয়নের চর বাদাম এলাকায় অবৈধ ইটভাটার বিরূদ্ধে এ অভিযান চালানো হয়। এসময় “মেসার্স মমিন ব্রিকস” এর মালিক ওমর শরীফকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে আরও একটি অবৈধ ইটভাটা মালিককে এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয় এবং কৃষি জমি নষ্ট করে নির্মাণাধীন অপর দুইটি ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলোর মালিক হতে তাৎক্ষণিক মুচলেকা গ্রহণপূর্বক বন্ধ করে দেয়া হয়।