1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন ও পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার ‎সাউদার্ন নিট ওয়্যারে শ্রমিক বিক্ষোভ: পুনর্বহাল ও পদত্যাগ দাবিতে উত্তাল কালিয়াকৈর শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা সখিপুর থানাধীন। চর কুমারিয়া থেকে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুলাদীতে সোহাগ হত্যার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ জনগণ হিলিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁ চিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃ’ত্যু

চাকরিতে পুনর্বহাল ও সার্ভিস বেনিফিটের দাবিতে বিবিএস ক্যাবলের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

ফরহাদ মৃধা গাজীপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে চাকরিতে পুনর্বহাল অথবা সার্ভিস বেনিফিট দিয়ে চাকরিচ্যুতি নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিবিএস ক্যাবল লিমিটেডের শতাধিক শ্রমিক।
শনিবার (১৪ জুন) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তেলিহাটি ইউনিয়নের শ্রীপুর-জৈনা আঞ্চলিক সড়কের পাশে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ঈদুল ফিতরের পর ১৮ জন এবং ঈদুল আজহার আগ মুহূর্তে আরও ১২ জন শ্রমিককে পূর্ব ঘোষণা ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। তারা জানান, ঈদের ছুটিতে যাওয়ার পরই হঠাৎ জানতে পারেন, তাদের আর চাকরি নেই। কোনো পূর্ব নোটিশ ছাড়া ছাঁটাই করায় তারা একে শ্রম আইন লঙ্ঘন বলেই দাবি করছেন।

চাকরিচ্যুত শ্রমিক আকরাম হোসেন অনিক বলেন, “আমরা প্রায় দশ বছর ধরে এই কারখানায় কাজ করছি। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও কর্তৃপক্ষ জুন মাসের অগ্রিম বেতন দিয়ে আমাদের বাধ্যতামূলকভাবে ছয় মাসের ছুটিতে পাঠিয়েছে, তাও বিনা বেতনে। আমরা শুধু ন্যায্য অধিকার চাই—চাকরিতে পুনর্বহাল অথবা সার্ভিস বেনিফিট দিয়ে চাকরিচ্যুতি নিশ্চিত করতে হবে।”

আরেক শ্রমিক কাওছার বলেন, “আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো নোটিশ বা কারণ ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, আইন অনুযায়ী আমাদের প্রাপ্য দেওয়া হোক।”

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন কাজ করা শ্রমিকদের শুধু বেতন বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তোলায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। বিষয়টি মেনে নিতে না পেরে শ্রমিকরা শনিবার অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেন।

এ বিষয়ে কারখানার পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। তবে প্রোডাকশন কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন দেখা দেয়। ভবিষ্যতে কাজের সুযোগ সৃষ্টি হলে, ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “মালিক পক্ষকে জানানো হয়েছে। তারা এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com