সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নে দক্ষিণ মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রেঃ জানা যায়, মিজানুর রহমান,পিতাঃ মোঃ আঃ রহমান,মাতাঃ মোছাঃ মিনারা বেগম, গ্রামঃ দক্ষিণ মরুয়াদহ, সুন্দরগঞ্জ গাইবান্ধা। উক্ত ব্যাক্তির নিজস্ব বসতবাড়ীর জায়গা না থাকায়,বসতবাড়ী নির্মান এর জন্য পার্শবর্তী এলাকার সোলায়মান পিতা জয়েন উদ্দীন গ্রাম দক্ষিণ মরুয়াদহের শারীরিক চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলে তার নিজ নামের জমি বিক্রয়ের জন্য মিজানুরের কাছ থেকে টাকা গ্রহন করে নিজের চিকিৎসা কাজে ব্যায় করেন। এমতাবস্থায় সোলায়মান মারা যায়। মিজানুরর কাছ থেকে জমি বিক্রয় এর কথা বলে টাকা নিয়ে সোলেয়মান এর চিকিৎসা করায় তার মৃত্যুর পর সোলেয়মন এর স্ত্রী ও দুই কন্যা সহ গত ২৪/০৪/২০২৪ সালে সোলেয়মানের রেখে যাওয়া জমি থেকে ৭.৫ শতক জমি মিজানুর এর নামে দলিল করে দেন। যাহার খতিয়ান নং ৩৪৫৪ দাগ নং ৩২২৬ ডাঙ্গা ৪৫ শতকের মধ্যে ৭.৫ শতক। কিন্তু সোলেয়মান মৃত্যুর পর তার দুই ভাই সালাম ও মুকুল উক্ত বিক্রিতো জমি মিজানুর কে দখল উচ্ছেদ করে নিজেরা পুকুর খনন করে দখল করিতেছে যে এখানে সোলেয়মানের কোন জমি নাই এসব আমার জমি।এ বিষয়ে প্রথমিক তদন্ত করতে আসা এএসআই মুকুলে সঙ্গে কথা হলে তিনি বলেন যারা বিক্রেতা তিনি চিকিৎসা চলাকালীন মারা যায়, পরে তার স্ত্রী ও দুই কন্যা মিজানুর কে জমি দলিল করে দেন কিন্তু সোলেয়মান এর ভাইয়েরা জমি ক্রেতাকে জমি দখল করতে আর দিচ্ছে না।