ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশজুড়ে লাখো মানুষ। সরকারি-বেসরকারি অফিস খুলছে আগামীকাল (রোববার)। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জ অংশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। এতে কড্ডার মোড় থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে যানজট ও ধীরগতি।
সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকাগামী লেনে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের প্রচণ্ড ভিড়। এতে থেমে থেমে চলতে হচ্ছে গণপরিবহনকে। দুর্ভোগে পড়েছেন কর্মস্থলমুখী সাধারণ মানুষ।
ঢাকাগামী মোটরসাইকেল আরোহী ও গার্মেন্টসকর্মী আজিজ সরকার বলেন, “আজই ছুটি শেষ। পরিবার নিয়ে রওনা হয়েছি। কিন্তু সকাল থেকেই জ্যামে আটকে আছি, সেতু পার হতে পারছি না।”
যানজট পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “ঈদের ছুটির শেষ দিনে গাড়ির চাপ বেড়ে গেছে। তবে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।”
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, “ঈদের ছুটি শেষ হওয়ায় সবাই কর্মস্থলে ফিরছে। এতে সেতুর পশ্চিম প্রান্তে যানজট দেখা দিলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এখনো তেমন কোনো সমস্যা নেই।”
দুর্ভোগ এড়াতে মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।