খুলনার কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের ওড়াতলা হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় দুপাড়ের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দ্রুত সেতুটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, ১৯৯৬ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমানে এটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুপাশে কোনো রেলিং নেই এবং অধিকাংশ পিলারের পলেস্তারা উঠে গেছে। সেতুর মাঝখান ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে এলাকাবাসী ভাঙা অংশের ওপর কাঠের পাটাতন ও বাঁশ বিছিয়ে কোনোমতে পারাপার হচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ২নং কয়রা গ্রামের ফারুক হোসেন জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি নতুন সেতু নির্মাণের। কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহও সেতুর বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানিয়েছেন, জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।