কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নুরুল আবছার (২৮)নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার -১৪জুন বিকেল ৩টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কর ঈদগাঁও বাস স্টেশনের অদূরে কলেজ গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আবছার কুতুবদিয়ার বড় কোপ ইউনিয়নের মনোহরখালী বদাইয়া পাড়ার আবু তাহেরের ছেলে। তবে এ প্রতিবেদনে পর্যন্ত ঘটনায় আহত আরো ৫জনের নাম পরিচয় জানা যায়নি ।
পুলিশ বলছে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী তিশা পরিবহনের একটি বাস শনিবার বিকাল ৩টার দিকে ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দূমড়ে মুচড়ে যাওয়া ওই সিএনজি থেকে পুলিশ আহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আবছারকে মৃত বলে ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায় যাত্রীবাহী বাসও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তি কুতুবদিয়ার বলে জানা গেছে।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।