1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ লালমনিহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মহম্মাদপুরে নারী কর্মীকে ধর্ষণ করেছে হোটেল মালিক হারুন কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

কালিয়ায় বিএনপির দোয়া ও আলোচনা সভা জনসমুদ্রে পরিণত: নেতাদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

তাপস কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম
শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা বিএনপির শক্তিমত্তার এক দৃশ্যমান প্রমাণে রূপ নেয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের অংশগ্রহণ জনসমুদ্রে পরিণত হয় কালিয়া বাসস্ট্যান্ড এলাকা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। তিনি বলেন, “আগামী দিনে নড়াইলের মাটি থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি দূর হবে। সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি রাজপথে থাকব এবং লড়াই করে যাব।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রথম উপদেষ্টা  ডা. আহমেদ শফিকুল হায়দার পরভেজ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলি মন্ডল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, অধ্যাপক বি. এম. নাগিব হোসেন, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস. শাহা আনন্দ, এবং যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা রবিউল ইসলাম সাগর, পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম রেজাউল করিম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী যেই হোক না কেন, দলীয় প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন জোরদারের আহ্বান জানান নেতারা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com