1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক নেত্রকোণার চুচুয়া সড়কে বর যাত্রীর বাস উল্টে একজন নিহত ও সাতজন আহত পেশাজীবীদের মূল্যায়ন ও ঐক্যই সমাজ পরিবর্তনের মূল শক্তি”জননেতা শহিদুল আলম বাহাদুর নিষিদ্ধ আকাশমনি চারার পরিবর্তে সরকারি ভুমিতে দেশীয় ফলস ও বনজ চারা রোপন

কেরানীহাটে যানজট ও গণপরিবহন স্বল্পতায় ঈদ শেষে শহরমুখীদের দুর্ভোগ

মোরশেদুল আলম চট্টগ্রাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান মহাসড়কের কেরানিহাট মোড়ে নানা পেশাজীবী মানুষের ভিড়; গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা, ভোগান্তিতে ফেরার পথে হাজারো যাত্রী।
ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো নানা পেশাজীবী মানুষ। চট্টগ্রাম শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কেরানিহাট মোড়ে (চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান মহাসড়কের সংযোগস্থল) গত কয়েকদিন ধরে গড়ে উঠেছে অস্বাভাবিক যাত্রী সমাগম। চট্টগ্রাম মহানগরীসহ আশেপাশের জেলাগুলোতে ফেরার জন্য দীর্ঘ সময় ধরে গাড়ির অপেক্ষায় রাস্তার পাশেই অবস্থান করছেন যাত্রীরা।
মূল সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনও নির্ধারিত বা পরিকল্পিত বাসস্ট্যান্ডের অভাব। বাসস্ট্যান্ড না থাকায় বিভিন্ন পরিবহনের গাড়ি এলোপাথাড়ি থামছে, যাত্রীরা রাস্তার ধারে ছোটাছুটি করছেন গাড়ি ধরার জন্য। এতে তৈরি হয়েছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। যাত্রীরা বাস, মাইক্রোবাস বা সিএনজি চালকদের সাথে দরদাম করছেন রাস্তার মাঝেই। ভিড়ে হিমশিম খাচ্ছেন নারী ও শিশুরা। পথচারী চলাচলও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
পদুয়া থেকে ফেরা ব্যাংক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কোন গাড়ি পাচ্ছি না। যেগুলো আসছে ভাড়া চাইছে দ্বিগুণ। এখানে একটি সুসংগঠিত বাস কাউন্টার বা স্ট্যান্ড থাকলে এত ভোগান্তি হতো না।”
আরেকটি  গার্মেন্টস কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, “গরমে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। পানি খেতে পারছি না, টয়লেটেরও কোন ব্যবস্থা নেই। এত মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয় কেন?”
অনেক বাস ও মাইক্রোবাস চালকও দাবি করছেন, সুনির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় তাদেরও যাত্রী তুলতে সমস্যা হচ্ছে। বিশৃঙ্খল পরিবেশে গাড়ি চালানোও ঝুঁকিপূর্ণ।
কেরানিহাট মোড় ও আশেপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ঈদের পরপরই প্রতিবছরই এই দৃশ্য তাদের দেখতে হয়। এর স্থায়ী সমাধান প্রয়োজন।
জরুরিভাবে এই কৌশলগত পয়েন্টে একটি আধুনিক ও সুবিন্যস্ত বাস টার্মিনাল বা বাসস্ট্যান্ড নির্মাণে অতিব জরুরী। এছাড়াও ফেরার সময়ে অস্থায়ীভাবে ট্রাফিক পুলিশ ও পরিবহন কর্তৃপক্ষের কঠোর তদারকি এবং ভাড়া নিয়ন্ত্রণ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।
ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ পার্বত্য এলাকার হাজার হাজার মানুষ গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে একসাথে কর্মস্থলে ফেরার চাপে রাস্তায় এই নারকীয় দৃশ্যের সৃষ্টি হয়েছে। কেরানিহাট মোড় চট্টগ্রাম মহানগরী এবং কক্সবাজার-বান্দরবান সড়কের প্রধান সংযোগস্থল হওয়ায় এখানেই ভিড় সর্বাধিক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com