1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

শাজাহানপুরে গৃহবধূর আত্মহত্যা: মৃত্যুর আগে স্বামীকে পাঠান “মুক্ত দিলাম” বার্তা

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুর উপজেলার শালুকগাড়ী এলাকায় এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতি (২৫) নামে এক গৃহবধূ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতির তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। স্বামী শফিকুল ইসলাম একজন রাজমিস্ত্রী হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি আড়িয়া বাজারে অবস্থান করছিলেন।
স্বামী শফিকুল ইসলাম জানান, “আমাদের মাঝে বেশ কিছুদিন থেকে পারিবারিক কলহ ছিল।বিষয়টি আমার শশুর বাড়ির লোকজন জানতো। হঠাৎ সন্ধ্যার দিকে জান্নাতি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে ‘তোমাকে মুক্ত দিলাম’ লিখে একটি বার্তা পাঠায়।” বার্তাটি পাওয়ার পর তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং এসে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভিতরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
উল্লেখ্য,নিহত জান্নাতির শফিকুল ইসলামের ২য় স্ত্রী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com