জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন মূর্তি ও প্রত্নসম্পদ সংগ্রহ করে বিদেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত প্রত্নবস্তুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।