নীলফামারীতে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেনটাডলসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করাসহ স্বামী-স্ত্রী’কে আটক করা হয়েছে।
আট’ককৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলসী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত ওয়াহেদুল ইসলামের ছেলে মো. শাহ আলম ও তার স্ত্রী মোছা. ফারজানা।
তল্লাশির একপর্যায়ে অভিযুক্ত দম্পতির বাড়ির ছাদ থেকে ১৩৬ পিস ইয়াবা, ১৩ পুড়িয়া হেরোইন, ২ টি ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. জোবায়ের বিন জহির। অভিযানে সেনাবাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।