1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন জাতীয়তাবাদী যুবদল ফেনী শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ (সিরাজগঞ্জ) তাড়াশ ইউপি সদস্যের বিরুদ্ধে রাণীশংকৈল প্রেসক্লাবে সাবেক সভাপতি মোবারক আলী’র মায়ের ইন্তেকালের পর দাফন সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত সেবায়েত ও পুরোহিতদের সাথে মতবিনিময় বোচাগঞ্জে ৬ আ. লীগ নেতা গ্রেফতার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের নামে মিথ্যাচার- দৌলতখানে সংবাদ সম্মেলন বাংলা লোকসংগীতের শিল্পী, লালনসাধনার অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভীন অসুস্থ সকলের কাছে দোয়া চান নীলফামারীতে সাংবাদিক হামলার শিকার হলেও পায়নি আইনি সহায়তা দেশের অভ্যন্তরে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

কলাপাড়ায় সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি ও কবরস্থান দখল সহ গাছপালা কেটে ফেলার অভিযোগ

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে জোরপূর্বক জমি ও পারিবারিক কবরস্থান দখল, গাছপালা কেটে ফেলা এবং মারধরের অভিযোগ করেছেন মো. আবু জাফর। তিনি জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে তার সৎ ভাই বেল্লাল তালুকদার এসব অনিয়ম করছেন। এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ছোট বালিয়াতলী গ্রামের মরহুম হাজী মোক্তার হোসেন তালুকদারের ছেলে মো. আবু জাফরের সাথে তার সৎ ভাই বেল্লাল তালুকদারের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। উভয়পক্ষ বালিয়াতলী মৌজার জেএল নম্বর ১৮, এসএ খতিয়ান ৫০৪ এর জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়েছে, ২৫ জুন বুধবার দুপুরে বেল্লাল তালুকদার তার স্ত্রী ও পুত্রদের নিয়ে বিরোধীয় জমিতে রোপিত চাম্বল, রেনট্রি ও কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। এতে বাধা দিলে বেল্লাল ও তার পরিবারের সদস্যরা জাফর ও তার পুত্রবধূকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী জাফর তালুকদার অভিযোগ করেন, তারা বসতঘর থেকে বের হতে পারছেন না। বেল্লাল তালুকদার ও তার পরিবার পুকুর ও পারিবারিক কবরস্থান দখল করে রেখেছেন এবং পথ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি আরও জানান, বেল্লাল স্থানীয় কোনো শালিস বা মীমাংসা মানেন না এবং জোরপূর্বক পৈত্রিক সম্পত্তির পুরোটা এককভাবে ভোগ করার চেষ্টা করছেন। এতে জাফর তালুকদার ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।

অভিযুক্ত বেল্লাল তালুকদার তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জাফর তালুকদার নিজে গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এছাড়া জাফর বিগত দিনে আমার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com