1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলা লোকসংগীতের শিল্পী, লালনসাধনার অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভীন অসুস্থ সকলের কাছে দোয়া চান নীলফামারীতে সাংবাদিক হামলার শিকার হলেও পায়নি আইনি সহায়তা দেশের অভ্যন্তরে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত হাকিমপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার অধ্যক্ষের গাড়ির সাথে সিএনজির সংঘর্ষ, চালকের সাথে হাতাহাতি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে ৫৩৯ পিচ টেপেন্ডাডল ট্যাবলেট ও ৮০০ গ্রাম গাজা সহ গ্রেফতার- ৩ মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় যুবকের উপর হামলা নিয়ামতপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাদশা গ্রেফতার

ইন্দুরকানীতে পরকীয়ার সন্দেহে ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চন্ডিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম (৫৫)। গুরুতর আহত শহিদুলের স্ত্রী রেহানা বেগম (৪২) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মেয়ে সুমনা আক্তার তোয়া জানান, ’’রাতে তার বাবা বাড়ির সামনে পুকুরঘাটে বসেছিলেন। এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল ইসলাম হাওলাদার, লিটন হাওলাদারসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা চালায়। তখন তার মা রেহানা বেগম ও চাচী মুকুল বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয় ’‘ এমনকি শহিদুল এর পুরুষাঙ্গ কেটে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত রেহানা বেগমকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইউনুসের স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য শহিদুল ইসলামের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল। এ থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। তিনি জানান, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতদের পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com