নিহত ওই গৃহবধূ রাজবাড়ী সদর থানার হাবাসপুর ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের ভ্যান চালক মোস্তফা ওরফে মুসার স্ত্রী ও শিবচর পৌর এলাকার সোনা মিয়া খানের মেয়ে।সে ২ বছর বয়সী একটি ছেলে সন্তানের জনক।
তবে নিহতের স্বামীর দাবী পারিবারিক কলহের জেরেই আজ রাতে সে বাসায় দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
শিবচর থানা ইনচার্জ অফিসার রতন শেখ জানান, খবর পেয়ে শিবচর থানা এস আই রেণুকা নেতৃত্বে একটি টিম হাসপাতালে পাঠাই। এটা কি হত্যা নাকি আত্মহত্যা তা তদস্ত করে ব্যবস্থা নেয়া হবে।