1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নব নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু টেকনাফে টানা বর্ষণে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই ভূমি অফিসের নতুন ভবন অন্যত্র নেয়ার প্রতিবাদে নেপালতলী বাসীর মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রধান ফেনীর ১৬ মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার উল্লাপাড়ায় জলমহাল ইজারায় দুর্নীতি, মৎস্য জীবি লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অকাল মৃত্যুতে শোকাহত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন জাতীয়তাবাদী যুবদল ফেনী শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাত-পা বেঁধে তুলে নেওয়া তরুণীর ভিডিও ভাইরাল, নেপথ্যে কি

অমিত হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায়।
জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী ও পাশের গ্রামের কামাল গাজী দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলে। পারিবারিক সম্মতি না থাকলেও তারা গত ২০ জুন পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর গত সাত – আট দিন ধরে মেয়েটি ওই ছেলের বাড়িতে গিয়ে থাকে।

গত শনিবার গভীর রাতে মেয়েকে আনতে বাবা  শওকত হোসেন তার আত্মীয় – স্বজনসহ মেয়ের শ্বশুরবাড়িতে যায়। মেয়েটি যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যান। এর পরেই  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১৩ সেকেন্ডের একটি ভিডিও  ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে কয়েকজন মিলে হাত-পা বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

ভিডিওটি আপলোডকরা হয় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. কামাল গাজী এর ফেইসবুক আইডি থেকে ভিডিও টি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লিখেছেন, আমার বাড়ি থেকে আমার বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।

তবে বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগকর্মী কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো উভয় পক্ষের কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com