রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর মুন্সিপাড়ায় আদিবাসীদের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠাপুকুর বৈরাতিহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আদিবাসীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইমাদপুর মুন্সিপাড়ার আদিবাসী বাসিন্দা মৃত ফনি বাবুর পুত্র সুকুমার মন্ডল অভিযোগ করেন গত প্রায় ১০/১২ বছর ধরে তার মায়ের নিজস্ব নামীয় জমিতে প্রতিবেশী লাল মিয়া ওরফে ভুট্ট মিয়া (৪৫) এবং তার ছেলে রুবেল মিয়া (২০) ওই আদিবাসীদের জমিতে জোরপূর্বক একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। জমিটি সরকারি ইমাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বলে জানা গেছে। আদিবাসী সুকুমার মন্ডলের অভিযোগ, তিনি একাধিকবার তাদেরকে জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে টালবাহানা করে আসছে। উক্ত জমিতে থাকা একটি আমগাছের আমও তারা প্রতিনিয়ত জোরপূর্বক পাড়ে। ঘটনার দিন ২৩ জুন ২০২৫ ইং, সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় সুকুমার মন্ডলের ছোট ভাই স্বপন বাবু (৩৪) আম পাড়তে গেলে বিবাদীরা তার ওপর হামলা চালায়। তারা স্বপন বাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে বলে অভিযোগকারীর দাবি। স্বপনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা হুমকি প্রদান করে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর আদিবাসী বিমল কুজুর (৫০), আকালু মিয়া (৭০), মোঃ হালিম মিয়া (৬০), মোঃ নুহু মিয়া (৩০) এবং মোঃ দুদু মিস্ত্রি (৬৫) ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ভুক্তভোগীরা আদিবাসীরা দাবি করেছেন, বিবাদীদের কাছে উক্ত জমির কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা দীর্ঘদিন ধরে অবৈধ ও জোরপূর্বক দখলে রয়েছে। এ বিষয়ে বৈরাতি তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এস আই আমিনুর বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।