1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রমনা রেলওয়ে স্টেশনের শতবর্ষী গাছে রহস্যজনক আগুন! ফায়ার সার্ভিসও ব্যর্থ মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেল ইজিবাইক চালকের সখিপুরে ইউনিয়ন চরসান চাষ বালারবাজার নসিমপুর ফেরিঘাট এ এক যুবক গাজা সহ আটক লালমোহনের গজারিয়া ৭ নং পশ্চিম চর উমেদ শিমুলতলা রাস্তাটির বেহাল দশা সান্তাহারে পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন প্রশাসক ধামইরহাটে আদিবাসী স্বীকৃতির দাবিতে, সান্তাল বিদ্রোহের ১৭০ বর্ষপূর্তি পালিত কাঠালিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উপহার বিতরণ সুনামগঞ্জ সিমান্ত লাগোয়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইয়াবার রমরমা ব্যাবসা ২ রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আক্তার হোসেনের পাশে দাঁড়ালেন পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন বেপারী

ভালুকায় নিরাপদ বর্জ ব্যবস্থাপনা না করার অপরাধে খামার মালিককে ২ লাখ টাকা জরিমানা

আরিফ রববানী ময়মনসিংহ।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সুষ্ঠু ও নিরাপদ লিটার (মুরগির বর্জ্য) ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিডব্যাক শুনানি, সরেজমিন পরিদর্শনি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সুষ্ঠু-নিরাপদ বর্জ ব্যবস্থাপনা না করার অপরাধে পোল্ট্রি খামার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
সোমবার (৩০ জুন ) উপজেলার বিভিন্ন পোল্ট্রি খামার পরিদর্শন এবং শুনানির কার্যক্রম শুরু হয়। ফিডব্যাক শুনানি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। শুনানিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লিটার ব্যবস্থাপনার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
শুনানির পরপরই সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী সঠিক লিটার ব্যবস্থাপনা না করার অপরাধে সিপি বাংলাদেশ-এর ১২ নম্বর প্লান্টকে ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ওয়েসিসি এগ্রোর লিটার ব্যবস্থাপনা সন্তোষজনক পাওয়া গেছে। প্যারাগনের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক হলেও সিপি বাংলাদেশের অগ্রগতি একেবারেই আশানুরূপ নয়। বারবার সতর্ক করার পরও সিপি যথাযথভাবে লিটার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, লিটার ব্যবস্থাপনার অব্যবস্থাপনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর ফলে বায়ু দূষণ, দুর্গন্ধ ছড়ানো এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায়। এজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে সকল প্রতিষ্ঠানকে অবশ্যই নিয়ম মেনে লিটার ব্যবস্থাপনা করতে হবে। কোনোভাবেই অবহেলা সহ্য করা হবে না।
স্থানীয় সুধী মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনগণের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত পরিদর্শন ও অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com