বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি মধ্যে পাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী সেফালী বেগম (৫০) ও বাবু মিয়ার ছেলে নয়ন মিয়া (২৯) কে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৫৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২জুলাই) রাত ২ঃ ৩০ থেকে ৩ঃ৪৫ মিনিট প্রর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির। অভিযানে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সাব-ইন্সপেক্টর আসিফ ইকবাল, এসআই পলাশ, এসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান শেষে যৌথবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আরাফাত বলেন,“মাদক সেবনকারী ও বিক্রেতাদের প্রতি আমাদের কড়া বার্তা—দ্রুত এই অবৈধ পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে গাবতলী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।