1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশী কে পুশ ইন ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের তারিখ পরিবর্তন চন্দনাইশে প্রত্যয়ের সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে উপসহকারী প্রকৌশলী হেলাল নিজেই ‘ঠিকাদার’ এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া শিবগঞ্জে ২টি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব

জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত

মোঃ মাহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় ধাই নগর  ইউনিয়নে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম খালেদা বেগম শুকরানী। তিনি শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বড় মহিষপুর গ্রামের সবুর আলী’র মেয়ে। তার স্বামীর নাম ইউসুফ আলী। এঘটনায় শুকরানীর পিতা সবুর আলী, মা পারুল বেগম ও বোন লিপি বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বসতবাড়ি সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করলে শুকরানী ঘটনাস্থলে নিহত হয়। এসময় শুকরানীর পিতা মা ও বোন গুরুতর আহত হন।
নিহত শুকারানীর ভাই ইসরাফিল আলী জানান, প্রতিবেশী চাচাতো ভাইয়েরা বাড়ীর মধ্যবর্তী স্থানে জোরপূবর্ক প্রাচীর নির্মাণ করছিল। এসময় প্রতিবাদ করলে চাচাতো ভাই মামুন, নিয়ামতসহ কয়েকজন হাঁসুয়া নিয়ে হামলা চালায়। এসময় স্থানীয় বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফটিক মেম্বার আমার চাচাতো ভাইদের পক্ষ নিয়ে আমাদের উপর হামলা চালানোর নির্দেশ দেন। বর্তমান্ আমি আমার আব্বা আম্মা ও বোনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসাপতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধে জেরে সকালে প্রতিপক্ষের হামলায় একজন নারী নিহত হয়েছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীরা হত্যাকান্ড ঘটানোর পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আামদের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com