1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর রক্ষা বেরিবাদ ভাঙ্গনের কবলে পদ্মার গর্ভে প্রেম হয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : শিমুল বিশ্বাস নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক পীরগঞ্জে জমি দখল ও গাছ কর্তনের মামলা করায় প্রতিপক্ষের আতঙ্কে গৃহ ছাড়া যাদের হাতে নিজ দলের নেতা কর্মী- নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে ———–আলহাজ্ব মাসুদ সাঈদী যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক বানারীপাড়ায় বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুলাই পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সহকারী কমিশনার (ভূমি) গণের বেসিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়পুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

দেলোয়ার হোসেন পাটওয়ারী
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে  চাঁদার দাবিতে এক পোল্ট্রি ব্যবসায়ীকে প্রচন্ড মারধর করে নগদ অর্থ ও মালামাল লুট করার অভিযোগ  উঠেছে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া ইউনিয়নের সীমান্তবর্তী ৫ নং ওয়ার্ডস্থ মীরগঞ্জ  বাজারে।
ঘটনার তারিখ  গত বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে। উল্লেখিত তারিখ ও সময়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৫৫) পিতা মৃত:আহসান উল্লাহ প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারি করে আসছিলেন। রাত পৌনে বারোটায় একই এলাকার জমাদ্দার বাড়ির আলমগীর হোসেন (এর নেতৃত্বে)  পিতা :জোহর  হোসেন ও সঙ্গীয় আরমান, শাহিন এবং বেলাল হোসেনকে নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকানে উপস্থিত হন। এ সময় তারা জাহাঙ্গীরের কাছ থেকে পূর্ব থেকে দাবিকৃত চাঁদার টাকা দিতে বলে জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকার করায় রাতে জনশূন্যবাজারে তারা ব্যবসায়ী জাহাঙ্গীরের উপর  নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায় একপর্যায়ে পিটিয়ে  তাকে মারাত্মক আহত করে। এ সুযোগ সন্ধানে তার ক্যাশে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও দোকানের বেশ কিছু মূল্যবান পণ্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার সৌর চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসারত ব্যবসায়ী জাহাঙ্গীর গণমাধ্যমগণমাধ্যম কর্মীদেরকে জানান, উল্লেখিত দুষ্কৃতিকারীগন দীর্ঘদিন থেকে আমার নিকট চাঁদা দাবি করে আসছে। হামলার শিকার হয়ে বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি। তারপরও তারা  আমাকে বিভিন্নভাবে প্রাণে  মেরে ফেলার অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায়  ভুগতেছি এবং নিরুপায় হয়ে
এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
সরেজমিন ঘুরে দেখা যায় ওই এলাকায স্থানীয়দের  তথ্যসূত্রে এদের বিরুদ্ধে চুরি ও মারামারি সহ একাধিক ঘটনার  অভিযোগ রয়েছে।  নেক্কারজনক এই ঘটনাটি ঘিরে বাজার ব্যবসায়ী এলাকায় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ  বিরাজ করছে। পাশাপাশি দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে স্থানীয়রা রাজনৈতিক শীর্ষ মহলের নেতৃবৃন্দদের কাছে ও পুলিশ প্রশাসনের নিকট হস্তক্ষেপ  কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com